মড়ঢ়ধষ.নযধৎ@রহনড়ী.পড়স
একটা সিরিয়াস বিষয়ে কবিতা লিখার অনেক দিনের ইচ্ছা ছিল। ভাবটা রমজান মাস উপলক্ষ্যে একটু কম আসে। আজকা ইফতারিটা ভাল হওয়াতে কেমতে কেমতে জানি আইসা পড়লো। তবে যে কোন সময় আবার চইলা যাইতে পারে। তাই লিখ্যা ফালাই।
সিরিয়াস বিষয়
------------
একটা সিরিয়াস বিষয়ে কবিতা লিখতে চাই
বিষয়টা সিরিয়াস হওয়া দরকার....
তাই খুবই খিয়াল কইরা সিরিয়াসলি চিন্তা করলাম
এমন সময় টিভিতে মিস ওয়ার্লড শুরূ হইয়া গেল...
সিরিয়াসলি দেখলাম - প্রথম 15 মিনিট
হটাত মনে পরলো, রমজান মাস, এইটা দেখা ঠিক না..
সিরিয়াসলি অন্য চ্যানেলে দিলাম।
চ্যানেল 1 এ দেখি হামদ ও নাথ হচ্ছে...
সিরিয়াসলি তা শুনতে গিয়ে দেখি, [শুনতে গিয়ে দেখি - বুইঝেন কিন্তু]
ব্যাকগ্রাউন্ডে গিটার আর ড্রামস বাজে..
সিরিয়াস মেজাজ খারাপ হয়ে গেল
এমন সময় ভাবটা হারায়া গেল
কবিতার মাইরে বাপ, এইটা আমার পক্ষে শেষ করা সম্ভব না.....
কেন সম্ভব না, এখনো সিরিয়াসলি চিন্তা চলছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।