আমাদের কথা খুঁজে নিন

   

অটোবায়োগ্রাফী অব অ্যান ইন্ডিয়ান প্রিনেসস( মেমোয়ারস অব মহারাণী সুণীতি দেবী অব কুচবিহার)



ব্রিটিশরা সবে ঝাকিয়ে বসেছে ভারত বর্ষে। সেই সময়ের কাহিনী। জানা ছিলনা ভারতের সুবিধা ভোগী সমাজের মধ্যে মেয়েরা সেই সময়ে এত স্বাধীনতা ভোগ করত। আসলে মহারাণী বলে কথা। কুচবিহার মুলত পশ্চিম বঙ্গের একটি জেলা।

আগে দেখা যায় প্রতি জেলাকে একেকটা স্টেট ঘোষনা করা হত যেন খাজনা তুলতে ইংরেজদের সুবিধা হয়। তবে সনীতি দেবী ইংরেজদের সোসাইটি খুব মুগ্ধ একজন দর্শক। কিন্তু তার বর্ণতাতে যে কোন পাঠক বুঝতে পারে ইংরেজদের এই সোসাইটি কত মেকি। যতক্ষন স্বার্থ আছে ততক্ষন তারা খাতির যত্ন করে। কাজে না এলে তারা ছুড়ে মারে।

যদিও প্রতি ষ্টেটের জমিদার দের তার মহারাজা বলত। তথাপি এরা ছিল ইংরেজদের হাতের পুতুল। তাদের ঘরের ব্যাপারে পর্যন্ত তারা নাক গলাত। সুণীতি দেবি আরো অনেক বই পত্র লিখেছেন। প্রিনেসসদের মতই তিনি তার নামে তৎকালে স্কুল প্রতিষ্ঠা করেন।

তিনি খুব মুগ্ধ হয়ে বিলেত দেখতে যান। তার বেশির ভাগ মেয়েদের বিয়ে হয় ইংরেজদের সাথে ছেলেরাও বিয়ে করে ইংরেজ মহিলাদের। সর্বোপরি একজন বাঙ্গালী মহিলা হয়ে সুনীতি তৎকালে এ ধরনের একটা আত্মজীবনী লিখে বিখ্যাত হয়েছিল পশ্চিমে তা জেনে খুশী লাগল। বইটি সহজ পাঠ্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।