আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনের শিল্পশৈলী

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

নির্জনের শিল্পশৈলী শাফিক আফতাব................. বস্ত্রহীন তুমি কী সুন্দর হয়ে উঠলে আঁধারের চাদরে ঢেকে কুলকুল বইতে থাকলো স্রোত আমার আবহমান লেকে আঁধার ভিজে গেলো তোমার শরীরের সুবাসে আজ কোন কামনা জাগলো এই উষ্ণ আশ্বিন মাসে। সুন্দর দুলছে বৃক্ষের শাখায়__চনমন করছে মন ওদিকে কোটি তারায় ভরে গেছে অবারিত গগন ওদিকে জোনাকী জ্বলছে জোনাকের প্রতীক্ষিত বিহনে আর তোমার পাবার আজ কী আর্কষণ এই নির্জনে।

আবছা চাদেঁর আলোর ছায়াবাজিতে তুমি কেমন অপরূপা মন কে লীন করে দিয়ে ধুপের আগুনে পোড়ায় এই নিশিরাতে কে যেন মনের ভিতরে আসে ধীরে ফেলে কোমল পা তোমাকে আমাকে ভাসায় এ কোন আবহমান প্রপাতে। বস্ত্রহীন, নগ্ন তুমি, তবু কেনো শিল্পশৈলীর আধার আজ তুমি নির্জনে, আঁধারে ঋদ্ধ করে দিলে প্রিয়তমা, রঙিন পাতাল ভূমি। ১৬.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।