আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনের মহাকাব্য

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

নির্জনের মহাকাব্য শাফিক আফতাব.................... দলা দলা মেঘের ভার শাড়ীর ভেতর__সবুজ ফড়িং উড়ে যায় ব্রাউজের হুক খুলে, জোনাকীরা মিটমিট করে তোমার চোখের তারায়, তোমাকে ভালোবেসে ফেলি মনের ভুলে। রক্তে বুদবুদ ওঠে যেন অতিথি আপ্যায়নে ফুটছে কফির জল __ আকাশে কাস্তের মতোন বাঁকা চাঁদ, ওদিকে প্রেম গলে গলে হচ্ছে সফেদ তরল, এই নির্জনে আনমনে রচনা করি আবহমান কবিতার চরনান্তিক মিল, কবিতার অন্তস্রোতে দেই মুগ্ধ ছন্দের তাল __ গাঢ় হতে থাকে আকাশের অথই নীল, ক্রমশ মিষ্টি নরম বোদে মুখরিত হতে থাকে তোমার পতিত চাতাল।

এত অমূল্য থনিজের ভারে এতদিন মিছেয় কেটেছে তোমার বসনন্তদিন, কত ফুল ফুটে ফুটে শুকে গেছে, এক অনুর্বর বাসনায় __ নিতে পারতে আমার কেন্দ্রিয় ব্যাংকের দীর্ঘ মেয়াদী কিছু ঋণ, আমাকে মুখর করতে পারতে তোমার ঝরে যাওয়া কতিপয় ভালোবাসায়। আজ রাতে ঘুম নয়, এসো নিবিড় পাঠে রচিবো জীবনের মহাকাব্য সব কাজ ফেলে দিয়ে, তোমাকে ভালোবেসে করে দেবো স্রোতবতী নাব্য। ২৮.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।