বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
প্রতিবছর প্রায় 50 হাজার কর্মহীন দিনমজুর আশ্বিনের শুরু থেকে কাজের খোঁজে রাজধানীতে জড়ো হয়।এ বছর গ্রেপ্তার আতঙ্ক, পুলিশি হয়রানি ও ক্যাডারদের অত্যাচারের কারণে পুলিশের গণগ্রেপ্তার ও নানাবিধ হয়রানির শিকার হয়ে তারা অভুক্ত থেকে শূন্য হাতে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। রাজধানীর তেজগাঁও, মিরপুর এলাকার ফুটপাতে ঘুমানোর জন্য পুলিশকে ভাড়া দিয়েও ভোর রাতে বিনা অপরাধে পুলিশ ও ক্যাডাররা অবরোধে যোগ দেওয়ার অজুহাতে তাদের লাঠিপেটা করতে থাকে।
উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী কোচসমূহের চালক, হেলপাররা জানান, আশ্বিনের শুরু থেকে মফিজ যাত্রী হিসেবে পরিচিত হাজার হাজার অভাবী মানুষ রাজধানীতে ছুটতে শুরু করে। সারা মাস কিংবা এরও বেশি সময় কাজ করে উপার্জিত অর্থ নিয়ে ঈদের 2/1 দিন আগে পরিবারের সঙ্গে মিলিত হয়ে ঈদের আনন্দে শরিক হয়। কিনতুওএ বছর উদ্ভূত নানা বিপত্তির কারণে মফিজ যাত্রী নেই বললেই চলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।