আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
গণতান্ত্রিক আমেরিকার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। 305 ফুট উচু এই মুর্তিটি বিশ্বেও অন্য যে কোন ভাসর্্কয শিল্প কমের্র চাইতে আলাদা বৈশিষ্ট্য মন্ডিত। উনিশ শতকের ফ্রান্সের প্রতিভাবান ভাসর্্কয শিল্পী "ফ্রেদরিক অগান্তে বার্থেওলদি" এই আশ্চর্য শিল্পের নির্মাতা । 1834 সালের 2রা আগষ্ট তার জন্ম ।
আইনের অধ্যাপক লাবাউলেই এর উৎসাহ ও প্রেরণা তার এই শিল্পের ওপর যথেষ্ট প্রভাব ফেলে । পরবতর্ীতে এই অধ্যাপকের সহযোগিতায় ফ্রান্স- আমেরিকা সমিতি 1875 সালের জানুয়ারী মাসে মুর্তি নিমর্াণের প্রয়োজনীয় অর্থ জোগাতে রাজি হয়। একই বছর এই সমিতির উদ্যোগে আয়োজিত এক ভোজ সভায় মুর্তিটির ক্ষুদ্র মডেল দেখানো হয়। এটি দেখে উপস্থিত সবাই এতই মুগ্ধ হয় যে মডেল নিমর্াণের জন্য অর্থ সংগ্রহে সচেষ্ট হয়। এবং বছরের শেষে 2 লাখ 50 হাজার ডলার সংগৃহীত হয়।
1886 সালের 2 8শে অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট কেভে ল্যান্ড এই মুর্তিটির উদ্বোধন করেন। মুর্তিটি স্থাপনে বার্থেওলদিকে সাহায্য করেন প্রকৌশলী গুস্তেভইফেল। 1909 সালের 5ই অক্টোবর এই অমর শিল্পী বার্থেওলদি প্যারিসে মারা যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।