আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম টু ঢাকা এবং পবন দাস টু আঃ আলীম

ঘুমিয়ে পড়ার আগে......

সাধারণত ব্যান্ড অথবা হিন্দি গান শুনা হয়.কিন্তু আজকে ঢাকা আসার সময় ফ্লোক গান শুনলাম.গান গুলোর মধ্যে এক ধরণের টান অনুভব করলাম. দিন দুনিয়ার মালিক খোদা ,দিলকি দয়া হয় না তোমার দিলেকি দয়া হয় না(পবন দাস) লোকে বলে বলেরে ঘড় বাড়ি ভালা না আমার কি ঘড় বানাইমু আমি শূন্যেরি মাজার ,লোকে বলে ঘড় বাড়ি ভালা না আমার(তপন রায়) ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে(ফেরদৌসী) আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলে উইরারে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি(নীনা হামিদ) এই যে দুনিয়া কিসেরো লাগিয়া এত যন্তে বানাই য়াছে শাই(আঃ আলীম) মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাওরে মাঝি বাইয়া যাওয়া রে(আব্বাস উদ্দিন) আমাই এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে নিভা ছিলো মনের আগুন ,জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলারে আম ধরে থোকা থোকা, তেতুল ধরে বেকা আমার শিয়রে শ্বাশুরি ঘুমায় জ্বলন্ত নাগিনী আমার পইথানে ননদী শুয়ে দুরন্ত ডাকিনি হলুদিয়া পাখি সোনারি বরণ পাখি টি ছরিল কে কেও না জানিল,কেও না বুঝিল কেমনে পাখি দিয়াছে ফাঁকি(আঃআলীম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.