লোকালপ্রেস বাবর ভাইয়ের (আ.শ.ম. বাবর আলী) সঙ্গে রামপুরা বাজারে দেখা। আমি শীতের সবজি, বয়স্ক দেশী ফল-ফলাদি আর মস্তবড় এক ডাস্টবিন পেরিয়ে লাউ-এর সন্ধানে যাচ্ছিলাম। হাতে কেজি দশেক ওজনের ঝোলা ব্যাগ। রাস্তায় ঠেস দিয়ে টানা দশ মিনিট পার করলাম। শুক্রবারের বিশেষ প্রাপ্তিও বলা যেতে পারে।
মাসদেড়েক পর যাওয়া হলো বাজারে। বাবর ভাইকে দেখে ভালোই লাগলো। কথা হলো অনেক। বিদায় নিচ্ছিলাম। বললেন, একজন ভালো মানুষের গল্প শুনে যান।
”কিছুদিন আগে সাত’শ টাকায় দুকেজি পারশে মাছ কিনলাম। মাছটি আমার বেশ পছন্দের। বাসায় দু’তিনদিন পেরিয়ে গেল, ওই পারশে মাছ রান্নার কোন খোঁজ নেই। ভাবছি, গিন্নি সুবিধামত রাঁধবেন। সাতদিন পেরিয়ে গেল।
এর মধ্যে কতকিছু রান্না হয়, পারশে মাছ আর আমার সামনে আসে না। আমার স্বভাব নেই রান্নাবান্না’র মধ্যে হাত কিংবা মাথা ঢোকানোর। তাই চেপেই রইলাম।
একদিন মাছে বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। এক তরুণ মাছঅলার ডাক শুনে ফিরে তাকালাম।
কাছে এসে সে বলল, স্যার, আপনিই তো পারশে মাছ কিনেছিলেন আমার কাছ থেকে? - হ্যা, কী হয়েছে, আজ আর মাছ নিব না। - স্যার, আপনি তো মাছের ব্যাগটিই ফেলে গিয়েছিলেন। আমি সেটি ফ্রিজে তুলে রেখেছি। ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে যান, বাসায় পৌছে দেব। বিশ্বাস হচ্ছিল না।
বলে কি? বাসায় ফোন করে নিশ্চিত হলাম, সেদিন আমি পারশে মাছ ছাড়াই ফিরেছিলাম।
পরে ওই ছেলেটি আমার বাসায় মাছের ব্যাগটি পৌছে দেয়। আমি কৃতজ্ঞতা জানানোর জন্য একরকমের জোর করেই ওর কাছ থেকে গুড়ো চিংড়ী কিনি। সেদিন গুড়ো চিংড়ী ছাড়া ওর কাছে কিছুই ছিল না। বলেছিলাম, আসার সময় ওটিই এক কেজি নিয়ে এসো।
গুড়ো চিংড়ীর ভর্তা আমার ভীষণ প্রিয়। আসলে কথাটি ঠিক নয়। কিন্তু মাছঅলার প্রতি কৃতজ্ঞতা জানানোর বিকল্প কোন উপায় পাচ্ছিলাম না “
বাবর ভাই বললেন, তারপর থেকে আমি বাজারে আসলে ওই মাছঅলা ছাড়া কারো কাছ থেকে মাছ কিনি না। বিশ্বাস করি, সাত’শ টাকার লোভ যে মাছ ব্যবসায়ী সামলাতে পারে, সে কাউকে ঠকাতে পারে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।