আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ শব্দটি কবে থেকে আমাদের হলো?

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে অনেক এঁড়ে তর্ক আমরা করি, করছি, করবো। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? কে প্রথম জাতীয় পতাকা উড়ালো? কে সেই জাতীয় পতাকা উড়ানোর জন্য প্রথম বাঁশ দিলো এর সবই ব্যক্তির প্রয়োজনে আলোচনায় আসে। এসবে না গিয়ে বরং চলুন খুঁজি কবে থেকে আমাদের ভূখন্ডটির নাম বাংলাদেশ হলো। কে কবিতার জন্য শব্দটি ব্যবহার করলো প্রথমে। কে নতুন একটি দেশ সৃষ্টির স্বপ্নকল্পনায় রাজনৈতিকভাবে এই নাম ব্যবহার শুরু করলো।

স্বাধীন হওয়ার আগে দেশটির নাম অতি অবশ্যই ছিল পূর্ব পাকিস্তান। তার আগে প্রদেশ হিসেবে বেঙ্গল বা বাংলা। পূর্ববাংলাও বলা হতো একে। বঙ্গ শব্দটিও ছিলো। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে বাঙালি জাতির বাসভূমিকে তেমন কোনো রাজনৈতিক ধারণা সংযুক্ত না করেই একসাথে বাংলা বলা হতো।

কিন্তু কান্ট্রি বা স্টেট অর্থে দেশ শব্দটি যুক্ত করে কবে থেকে কিভাবে ব্যবহার শুরু হলো 'বাংলাদেশ' শব্দটির? চলুন সন্ধান করি। কার সন্ধানে কি তথ্য আছে? রবীন্দ্রনাথ কবিতায় বলেছিলেন সোনার বাংলা, জীবনানন্দ বলেছিলেন রূপসীবাংলা। কোন কবি স্বাধীনতারও আগে তার কবিতায় বাংলাদেশ লিখেছিলেন? নজরুল? প্রমাণ দিন। ভূখন্ডতো আমাদের ছিল, শত্রুর অধিকারে। আমরা উজ্জীবিত হয়ে যুদ্ধে গেলাম তাকে স্বাধীন করতে।

কে আমাদেরকে সেই পরাধীন ভূখন্ডের জন্য এত চমৎকার একটি নাম দিলো? কে আমাদেরকে দিলো স্বদেশের পরিচয়?চলুন তার সন্ধান করি। আল্লামা ইকবাল ধারণা দিয়েছিলেন পাকিস্তান রাষ্ট্রের। পাকিস্তান এই এক্রোনিমটি বানিয়েছিলেন রহমত আলী (?)। কিন্তু বাংলাদেশ? হতে পারে আবুল আলা মওদুদী প্রথম এই অঞ্চলকে ভুল করে এই নামে চিহ্নিত করেছিলেন। হতে পারেন শেরেবাংলা এ এলাকার দাবী প্রতিষ্ঠা করতে গিয়ে এই নাম দিয়েছিলেন।

হতে পারে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকান্ডে এই নাম ব্যবহার করতো। আগরতলা ষড়যন্ত্র মামলায় এই নামটি কি এসেছিল? এতো রাজনৈতিক প্রক্রিয়া। যা আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। আর প্রাণের প্রণোদনা। কে প্রথম স্বপ্ন দেখেছিলো এই বাসভূমি নিয়ে।

আলগোছে গল্প, কবিতায়, গানে আমার প্রিয় দেশ বাংলাদেশ বলে গুনগুন করেছিলো? ভূগোলের কোন বই, অর্থনীতির কোনো গবেষণাগ্রন্থ, কোথায় প্রথম, কতসালে বাংলাদেশ শব্দটি উচ্চারিত হয়েছিল? আসুন সন্ধান করি। কে কোথায় কি পেলেন, কাকে আমরা এই শব্দের জন্য কৃতজ্ঞতা জানাতে পারি তার নাম মন্তব্যে দিয়ে যান। আমরা খুঁজে বের করি আরো কিছু কৃতিমান পূর্বপুরুষকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.