ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
পথিক হাঁটে পথে পথে মেঘকন্যা রূপকথার খোঁজে
এই আমি স্বরহীন মৃন্ময় ধূসর গোধূলি-তে হিমু হয়ে যাই।
ঝরাপাতা ঝরে ঝড়ো হাওয়ায় প্রজাপতি বনে
নীলাকাশ ভেঙে পড়ে কালপুরুষের মুখফোড় রণে!
ঘোড়ায় হাঁকিয়া চলে আলী প্রাণ ফজলে এলাহি ব'লে-
তবু কেন অপবাক নয়া বোকাই সাধক শঙ্কুতে।
ত্রিভূজ নীরবতা ভাঙে রাগ ইমন মহুয়া মঞ্জরী-তে
অন্য মনস্ক শরৎ আঁকে হযবরল চিত্রসিথি ধানসিঁড়ি-তে।
রুদ্র অন্ধকার যখন সেজদায় অজ্ঞেয়বাদীর মনে
শুভ সুমন ডেকে নেয় তাকে কৌশিক সময়ে।
হাবিব মহাজন আড্ডাবাজ গোপালভাড় চোর হয়ে
মাধবী খুশবু ঝরাতে জানে শাওনে সুনীল সমুদ্রে।
তবু কেন নারীবাদী কবি তুমি চন্দ্রাহত ক্ষণে আসো
আমাকেই বিদ্ধ করো পিয়াল বনে তীরন্দাজের তীরে!?
27.08.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।