আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় অধিকার...

আমার ব্যক্তিগত ব্লগ

কাউকে ভালোবাসেন? ভাবছেন পুরো অধিকার জন্মেছে ওর উপর? নাহ, 100% ভুল ধারনা। আপনি যখন কাউকে ভালোবাসেন তার উপর আপনার কোন অধিকার জন্মায় না, বরং সে আপনার উপর অধিকার পেয়ে যায়। হয়তো সে আপনাকে এতটুকু ভালোবাসে না। কিন্তু আপনার উপর তার অধিকার চলে আসবে, আপনি ভালবাসেন বলে। আপনার ভালোবাসা যত গভীর হবে, সে তত বেশি অধিকার পাবে আপনার উপর।

এখন কথা হলো, কে কিভাবে এই অধিকার ব্য বহার করবে। কেউ কেউ অধিকার পেলে ইচ্ছামত ঘুরায় (যাকে মন নিয়ে খেলা বলতে পারি), কেউ কেউ অধিকার পেলেও সেটা ব্যব হার করে না (একে অব হেলা বলা যায়)। এটাতো নির্ভর করছে, আপনি কাকে ভালবাসেন তার উপর, সে কি করবে তার মর্জির উপর। আপনার আর কিছু করার নেই। বিশ্বাস হলো না? আপনি যদি একটা গাছকে ভালবাসেন, দেখবেন সেই গাছ কিছু না বলে, কোন নড়াচড়া না করেই আপনাকে দিয়ে সকাল সন্ধ্যা খাটিয়ে নিবে, পানি দিবেন, সার দিবেন ( বেশি ভাল লাগলে হয়তো গানও শোনাবেন) ইত্যাদি ইত্যাদি।

(শোহেইল মোতাহির চৌধুরির মত তত্ত্ব দিলাম )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।