পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
এখন আমার স্বপ্ন গুলো মেঘ হয়ে উড়ে যায়
কখনো কখনো স্মৃতির দ্বারে থমকে দাঁড়ায়
পিছু ফিরে দেখবোনা বলে
আমি ঝাপসা ধোঁয়া ঢেলে দেই স্মৃতির বুকে
কারোই কিছু হয়না
শুধু ধোঁয়া লেগে আমারি চোখে জল আসে
অতৃপ্ত ভালোবাসার নীল ছোঁয়ায়
আমি বার বার হেরে যাই
কখনো কখনো ক্ষনিকের সুখ এসে
কষ্টের মাঝে হারিয়ে যায়
তবু মাঝে মাঝে তোমার ছবি ভেসে উঠে বলেই হয়তো
আবার আগুন জ্বলে উঠে
আমার অতৃপ্ত ভালোবাসায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।