আজকে ক্লাস করতে অনেক আগে গেলাম । যাই হোক অনেকক্ষন বসে থাকলাম । ক্লাসমেট রা আসল । প্রায় সবাই হাজির হয়েছে । পিছন থেকে টেবিলে বারি মেরে প্রচন্ড শব্দ করতেছে কাল শার্ট পরা ছেলেটা ।
কেউ কিছু বলতেছে না । তারপর আমি উঠলাম দেখি কুমড়া (মাহমুদ) ও এই রকম করতেছে । আমি বললাম এটা কি ক্লাস রুম ? ডিপজল বলে চুপচাপ বস স্যার আসলে শব্দ বন্ধ হবে । আমি বললাম এক্ষনই বন্ধ কর শব্দ । ও আবারও একই কথা বলল আর কড়া চোখে তাকাই ল ।
আরে আমি কি ভীতু নাকি । হেডের কাছে বিচার দিব বলে শাসায় আসলাম । পরে শব্দ বন্ধ । মেয়েরা বলতেছিল ওরে সরি বলার জন্য কারন যে রকম টাট্রু তাতে কি করে বসে বলা যায় না । আরে আমিও কি কম যাবনাকি ।
বাসায় আসার পর মাকে সারাংশ করে বললাম ঝগড়া হইছে । নেক্সট আমার সাথে টেক্কা দিতে আসলে কুমড়ার খবর আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।