আমাদের কথা খুঁজে নিন

   

এইতো নোবেল, মাহফুজ, অপি করিম এসেছিল

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

এই তো কয়েক দিন আগে নোবেল মাহফুজ, অপিকরিম এসেছিল ভিয়েনাতে শুটিং করতে । কার বাসায় যেন থাকল, নামটা ভুলে গেলাম । যাই হোক, মজার ব্যাপার হল, প্রযোজন থেকেছিল এক বাঙ্গালীর বাসায় আর অভিনেতা আর অভিনেত্রীরা ছিল হোটেলে । নাটকগুলোর পরিচালক মাহফুজ নিজে সাথে অভিনেতাও । চ্যানেল আই মনে হয় এই টেলিফিল্মগুলোর এর প্রযোজক, দুইটি টেলিফিল্ম হবে ।

প্রায় 20 লাখ খরচা গিয়েছে এতে । ইটালী আর ইংল্যান্ডেও শুটিং হয়েছিল মনে হয় । তাদের সাথে সরাসরি দেখার সুযোগ হয়নি, যদিও ইচ্ছে করলে করতে পারতাম । আমাদের পরিচিত মঈন ভাই এদের কে শুটিং এ গাড়ি দিয়ে সাহায্য করেছে । মঈন ভাই একটি বিখ্যাত বাঙ্গালী দোকানের মালিক ।

সুতরাং অনুপস্থিতি ব্যতীত অনুষ্ঠান কল্পনার অতীত যদি না তিনি কোন কারণে ব্যস্ত না থাকেন । উনাকে আমার খুব ভাল লাগে । যা হোক মূল প্রসঙ্গে, তাদের সাথে অন্ত রঙ্গ ভাবে বেশ কিছু নয়, বরং অনেক গুলো ফটো আছে । এমন কি ভিডিওও আছে । আমার কাছেই ।

যদি মন মেজাজ ভাল থাকে, তাহলে একদিন পোষ্ট করব । মঈন ভাই এর মতে মাহফুজ ঘাউরাটে ছেলে । বাস্তবে অপি করিম শ্যামলা । তার সাথে তার মাও এসেছিল । মাহফুজ এসেছিল একলা ।

মঈন ভাই বলেন অভিনেত্রী অপি করিমকে যথেষ্ট খাটিয়েঁছেন পরিচালক মাহফুজ । উনার ধারনা মাহফুজ ভবিষ্যত বড় মাপের পরিচালক হতে পারবেন, কারণ তিনি কাজ আদায় করতে জানেন । একই শট কত বার যে, নেওয়া হয়েছে, তাই দেখে মঈন ভাই তো দরদে গলে যাচ্ছিলেন অপি করিমের প্রতি । শুধু অপি করিম বলে না, সবার ক্ষেত্রেই অত্যাধিক বার শট নিলে তা একটু আকটু হবেই । মাহফুজ মনে হয় নোয়াখালির ছেলে এই জন্যই ঘাউরাটে ! এরপর কি ,শুটিং শেষ চলে গেল ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।