আমাদের কথা খুঁজে নিন

   

'আস্ত' নিয়ে ব্যস্ত ব্লগার

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

[গাঢ়] আস্তমেয়ে'[/গাঢ়] 'কে আস্ত বলেই ডাকি। কিন্তু এখন কেরফা লাইগা গেছে, 'আস্ত' বলে ডাক দিলে মিনিমাম 5/6 জন ব্লগার সারা দিবে ! কেউ আস্ত ছেলে, কেউ আস্ত মা, আস্ত বাবা, আস্ত জামাই, আস্ত লাভার। সামনে হয়তো এই জাতীয় আরো আস্ত মুক্তির অপেক্ষায় আছে।

খুব সম্ভবত এগুলো আমাদের পুরানো ব্লগারদের নতুন নিক। আরো কত পদের 'আস্ত' দেখতে হবে তার একটা খসড়া তালিকা তৈরী করলাম ঃ- 01। আস্ত মামা / মামী / খালা / খালু 02। আস্ত চাচা / চাচী / ফুপা / ফুপু 03। আস্ত ভাই / বোন 04।

আস্ত বৌ / সতীন 06। আস্ত শালা / শালী / সমুন্দি 07। আস্ত দুলাভাই / ভাবী 08। আস্ত শশুড় / শাশুড়ি 09। আস্ত গাধা / ছাগল / বলদ 10।

আস্ত মদন / ভোদাই আপাতত টপ টেন ক্যাটাগরি প্রকাশ করলাম। শ্রীঘ্রই আপনার পছন্দের 'আস্ত' নামটি রেজিষ্ট্রেশন করুন। পরে যেন নিক সংকটে ভুগতে না হয়। আমারো করার ইচ্ছা ছিল কিন্তু পছন্দের 'আস্ত' নামটি অন্য একজন রেজিষ্ট্রেশন করে ফেলেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.