আমাদের কথা খুঁজে নিন

   

জিহাদ....

প্রলাপের প্রলোভন.....

কদর্যতা-সেচ্চচারিতা-অশুভ কামনা থেকে মুক্তি আর সুন্দরের প্রতি চিরন্তন আনুগত্যের দুর্বার প্রচেষ্টাই জিহাদ। ষড় রিপু দমন করে আধ্যাত্মিক শুদ্ধতা অর্জন হচ্ছে বড় জিহাদ। অর্থাৎ ব্যাক্তির অভ্যন্তরীণ শুদ্ধতা অর্জণই হচেছ সবচেয়ে বড় জিহাদ। আর ছোট জিহাদ হচ্ছে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই, যা স্বার্থ বিবর্জিত হলেই কেবল বৈধ। আমাদের দেশে জিহাদের নামে জঙ্গী বোমা হামলা চালাচ্ছেন শায়খ রহমান, ড. গালিব, মুফতি হান্নান, মাওলানা মাসুদ, বাংলা ভাই প্রমুখ।

এদের জিহাদ হচ্ছে ইসলাম বিক্রি করে উশর/চাঁদা আদায় করা, বোমা মেরে মানুষ খুন করা, জিহাদ নয়। জিহাদের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ ল্য অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার প্রয়োগ। আমাদের ভন্ড মালানাদের কাছে জিহাদ মানে যুদ্ধ, যেখানে বোমা মেরে মানুষ খন করাও বৈধ! ইসলামের মুলধারাকে পাশকাটিয়ে এসব ভন্ড প্রতারক ইসলামকে কলঙ্কিত/বিতর্কিত করতে চাইছে। এদের কাছে জিহাদ মানে বোমা মেরে ইসলাম প্রচার/কায়েম করা, যা একাধারে মিথ্যা বিকৃত ও ইসলাম পরিপন্থি। জিহাদের নামে জঙ্গীরা মানবাতা ও মানবিকতার উপর যে দলন পীড়ন চালাচ্ছে, তা মার অযোগ্য।

এরা ইসলামকে শক্ত করে প্রতিষ্ঠার নামে যা করছে তা শুধু প্রতারণাই নয়, ধর্ষণের শামিল। কারণ শান্তিও জন্য বোমা মারা আর কুমারীত্বের জন্য সঙ্গমের মধ্যে কোন পার্থক্য নেই। আল্ল্লাহ মহান বলে চিৎকার করে মানুষ হত্যা মার অযোগ্য পাপ, প্রভু কখনু মানু কে হত্যার নির্দেশ দিতে পারেন না, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। মহনবী (সা) বিদায় হজ্বের ভাষণে বলেছিলেন, " সাবধান! ধর্ম নিয়ে বাড়াবড়ি করোনা, অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। " তাই বলা যায় জঙ্গীরা যা করছে তা ইসলামকে ধ্বংসের নামান্তর।

প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের দায়িত্ব হচ্ছে ইসলামকে রার তাগিদেই এদেরকে প্রতিহত করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.