আমাদের কথা খুঁজে নিন

   

জুলাই সংখ্যা

জুলাই সংখ্যা'06

আমাদের কথা সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভরা শ্রাবণের রিমঝিম বৃষ্টিমাখা আমাদের সালাম ও শুভেচ্ছা নাও। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের বহু তৃষিত ও কাঙ্তি কিশোরকণ্ঠ সাহিত্য সম্মেলন হয়ে গেল গত জুন মাসে। সম্মেলনে তোমাদের অনেক মুখ দেখে আমরা অত্যনত্দ খুশি ও আনন্দিত হয়েছি।

আর যারা আসতে পারোনি বিভিন্ন সমস্যার কারণে, জানি সেই জন্য কষ্ট পাচ্ছো। তবে হতাশ হবার কিছু নেই, আলস্নাহর রহমত হলে আগামীতেও এ ধরনের লেখক সম্মেলন হবে। তখন কষ্ট কিংবা দুঃখটাকে পুষিয়ে নিতে পারবে ইনশাআলস্নাহ। এখন আর অন্য চিনত্দা নয়, অনেক বেশি করে মন দাও লেখাপড়ায় ও আত্মগঠনে। তোমাদেরকে একটা খুশির খবর না জানিয়ে আর চেপে রাখতে পারছিনে।

শুনে নিশ্চয়ই আনন্দিত হবে যে, প্রায় দুই যুগ পর, এতদিনে কিশোরকন্ঠের একটি নিজস্ব বাড়ি বা আবাসস্থল হয়েছে। আল হামদুলিলস্নাহ! কিশোরকণ্ঠ ভাড়া করা অফিস থেকে এখন নিজের ফ্যাটে উঠে যাচ্ছে! বিষয়টি সামান্য নয়, বরং অনেক বড়। সুতরাং আলস্নাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি কিশোরকণ্ঠের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়া করো যেন কিশোরকণ্ঠের এই যাত্রা ও গতি অব্যাহত থাকে এবং তার চলার পথ মসৃণ ও কল্যাণময় হয়। আলস্নাহপাক কিশোরকণ্ঠকে কবুল করম্নন, কবুল করম্নন তোমাদের আনত্দরিক প্রচেষ্টা ও ভালোবাসাকে।

আজ এ পর্যনত্দই। আলস্নাহ হাফিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।