নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন জুলাই মাস এলেই দেশের কোন না কোন কবি-সাহিত্যিক, সৃজনশীল মানুষ মারা যান । এই মাসটি আসলেই আমাদের জন্য একটা শোকের মাস । ২০০৮ সালের এই মাসেই গত হয়েছিলেন সমুদ্র গুপ্ত । একই সালের এই মাসেরই ২০ তারিখ (আজ) আমি আমার বাবা সব্যসাচী লেখক কবি বাবু ফরিদীকে হারিয়েছি । আর এবছর এঁদের সাথে যুক্ত হলেন দেশের সেরা উপন্যাসিক (জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে) হুমায়ূন আহমেদ । তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন! সবার আত্মার শান্তি কামনা করছি! আর কি-ই বা করার থাকতে পারে আমাদের?? আসলেই আমরা অভাগা জাতি... আসলেই আমাদের শোক অনেক, সহ্য করার ক্ষমতাও অনেক- কিন্তু আর কত? আর কত সৃজনশীল মানুষকে আমরা এই অসময়ে হারাবো? হারাব এই জুলাই মাসে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।