হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পর্কে জাতিসংঘের নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার রাশিদা মানজুর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহমদ শফী এই প্রতিবাদ জানান।
গতকাল বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রাশিদা মানজু বলেন, ‘হেফাজতে ইসলাম ১৩ দফায় প্রকাশ্যে নারী-পুরুষের চলাফেরাসহ যেসব নিষেধাজ্ঞা চেয়েছে, তা এ দেশের সংবিধানসম্মত নয়। নারীর অধিকার রক্ষার স্বার্থে হেফাজতের এ ধরনের দফার বিরুদ্ধে সরকারকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে। ’
বিবৃতিতে বলা হয়, রাশিদা মানজুকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির কোন কোন অংশে নারীর অধিকার ও স্বার্থবিরোধী বক্তব্য রয়েছে।
তা ছাড়া এ দেশের কোটি কোটি তৌহিদি জনতার দাবি ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে চরম উসকানিমূলক বক্তব্য দেওয়ার অধিকার তাঁর রয়েছে কি না, তা-ও তাঁকে বলতে হবে। এ ধরনের বক্তব্য দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের নগ্ন অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে ১৩ দফার নারীসংশ্লিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীর সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাঁদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীর ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে ও কর্মস্থলে নারীর সম্মান, যৌন হয়রানি থেকে রক্ষার সহায়ক হিসেবে পোশাকে শালীনতা, হিজাব পালনে উদ্বুদ্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আহমদ শফী জাতিসংঘের প্রতিনিধিকে দেশের অভ্যন্তরীণ সংস্কৃতি, ধর্মীয় আবেগ ও রীতিকে সম্মান দেখিয়ে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন।
বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর মুক্তিতে সন্তোষ প্রকাশ করেন আহমদ শফী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।