আমার আমি নাই
সরোজ মেহেদী : নবীণ-প্রবীনের সেতু-বন্ধন তৈরী হয়েছে তার লেখায়। রুপকল্পের সুন্দর গাথুনীতে উঠে এসেছে কাল-মহাকালের সমাজ বাস্তবতা। সমকালিন দেশজ সমস্যা-সম্ভবনাকে নিপুন হাতে ফুটিয়ে তুলেছেন তিনি।
বহুমাত্রিক লেখক সৈয়দা রাশেদা বারীর নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের কৃষি সচিব কাজী আকতার হোসাইন।
এবারের বই মেলায় নতুন আসা রাশিদা বারীর বই তিনটি হল- কাব্য গ্রন্থ উতলা হাওয়া, শিশুতোষ রচনা ভুরে আকবরের স্বপ্ন ও দাদুর আসরে নজরুল।
এই বইগুলোর মাঝে পাঠক হারাবেন ভিন্ন ধারার স্বাদে, খুঁজে পাবেন ছাপা অক্ষরের নতুন জগত। উৎসাহী পাঠকের তথ্য সম্ভার হিসেবে বিবেচিত হতে পারে এই বইগুলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।