সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
পেজ থ্রি দেখি নাই। করপোরেট দেখলাম। নানা সময়কে নানা নামে অভিহিত করা হয়। আয়রন এইজ।
ইলেট্রনিক এইজ। এই সময়টাকে এইজ অব করপোরেটও বলা যায়। কিন্তু করপোরেট ব্যাপারটা আমাদের কাছে নুতন। করপোরেট হলো বাজার, উৎপাদন ও পুঁজির একটা ভাব বা অবস্থা। এই ব্যাপারটা আমাদের এখানে এখনও ভালোভাবে ইন্ট্রোডিউসড হয় নাই।
ইন্টারন্যাশনাল পুঁজি আসে, খাটে, মুনাফা করে। কিন্তু তার ভাবটা পুরো এইখানে আয়ত্ত হয় নাই। ফলে করপোরেট কেতা এইখানে একটু হাস্যকর মনে হইতে পারে। হয়ও। শুধু আমাদের এখানে কেন, ভারতের মতো দেশ যারা কিনা চীনের সঙ্গে প্রতিযোগিতা করে তারাও এই কেতাগুলা ভালোমতো আয়ত্ত করতে পারে নাই।
তাই করপোরেট অনেকে রূপ কথার মতো করে দেখেছে। আমার অবস্থাও তেমনি। করপোরেট কেতায় দিলসে নেহি দেমাগসে খেলনা পড়তা হ্যায়। বিপাশা বসু দেমাগের খেলা দিলসে খেলতে গিয়েই ধরা খেয়েছে। করপোরেট ওয়ারফেয়ারের ক্রসফায়ারে পড়েছে।
বিপাশা করপোরেটের কেতা আয়ত্ত করতে পারে নাই। ফলে, দুই কোম্পানির যুদ্ধে দুই পক্ষই জিতলো। হারলো শুধু বিপাশা। অবশ্য করপোরেট কালচার নিয়ে হলিউড অনেক আগে থেকেই সরব। উদাহরণ ওয়ালস্ট্রিট, ব্রুস অলমাইটি ইত্যাদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।