আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসে সাধু-মাধুর এক হালি ভালোবাসা!

!!!

কাঁপুনি ধরানো হাসির বই! সুধারাম সাধু ও মধুরাম মাধু বাস্তব জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো নিয়ে রম্য রচনা করে বিগত পাঁচ বছর যাবৎ ভক্তকুলের হৃদয়ে একচেটিয়া দোলা দিয়ে যাচ্ছেন। পাঁচ বছরে কয়েক হাজার রমণীর হৃদয়ে দাগ কেটে এই বইগুলো ব্যাপক সাড়া জাগিয়েছে। ছাপা হওয়ার কয়েকদিনের মধ্যেই হুঁ হুঁ করে শেষ হয়ে যাচ্ছে বইগুলো। আর দেরি না করে আজকেই আসুন বইমেলার বহেড়া তলার লিটল ম্যাগাজিন চত্বরের ১৪ নম্বর স্টলে। এখানে এলে সাধু মাধুর যে বইগুলো পাবেন... ১. ডিজুস প্রেম (রম্য ছড়া) - (৪র্থ মুদ্রণ) ২. আবারো ডিজুস প্রেম (রম্য ছড়া)- (৩য় মুদ্রণ) ৩. লেডিস কিন্তু ফাস্ট (রম্য উপন্যাস)- (৩য় মুদ্রণ) এবং এবারের নতুন বই- তবুও ডিজুস প্রেম (রম্য ছড়ার বই) কোথায় পাবেন- বইমেলার যেকোন গেট দিয়ে ঢুকেই চোখ কান বন্ধ করে সোজা হাঁটতে থাকুন।

কিছুদূর হাঁটলেই বর্ধমান হাউস, যেখানে রয়েছে তথ্যকেন্দ্র। এবার তথ্যকেন্দ্রের ঘোষক/ঘোষিকার মুখের দিকে মুখ করে উপরের দিকে একটু ডান এঙ্গেলে তাকান। দেখবেন দুইটি বড় গাছ দেখা যাচ্ছে। ঐ চত্বরটির নাম `লিটল ম্যাগাজিন চত্বর'। দ্বিতীয় গাছটির নিচেই বসেন সুধারাম সাধু এবং মধুরাম মাধু।

স্টল নং- ১৪, স্টলের নাম- শালুক। সাধু-মাধু'র দরবার স্টলের নাম: শালুক স্টল নং- ১৪ লিটল ম্যাগাজিন চত্বর (বহেড়া তলা) (তথ্যকেন্দ্রের পাশেই)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।