আমাদের কথা খুঁজে নিন

   

মহাবিশ্বের সৃষ্টিরহস্য নিয়ে গবেষনা করবেন না

বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার

[ইটালিক]বিজ্ঞানীদের মহাবিশ্বের সৃষ্টিরহস্য নিয়ে গবেষনা না করা ঠিক নয়[/ইটালিক] বক্তব্যটা আর কারও নয়, প্রয়াত পোপ 2য় জন পল এর আর এই কথাটা ফাস করেদিলেন বিশ্বখ্যাত জ্যোতিপদার্থবিদ স্টিফেন হকিং! "ব্রিফ হিস্টরী অব টাইম" লিখে খ্যাতনামা হকিং বললেন ভ্যাটিকানে অনুষ্টিত এক সম্মেলনের সময় এই কথাগুলোই বলেছিলেন পোপ। হকিং বলেননি ঠিক কোথায় তার সাথে পোপের কথা হয় তবে তার মতে পোপের কথাগুলো ছিল এরকম: [ইটালিক]"মহাবিশ্ব আর কোথায় তার সূচনা, এ নিয়ে কাজ করলে সমস্যা নেই। কিন্তু খোদ সৃষ্টি রহস্য নিয়ে অনুসন্ধিৎসু না হওয়াই ভালো, কারন এটা স্রষ্টার কীর্তি"[/ইটালিক] হকিং ঠাট্টা করে বললেন [ইটালিক]"মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে আমারও যে একটা পেপার ছিল সেটা ভুলে গিয়েছিলাম , না হলে হয়তো আমারও গ্যালিলিওর দশা হতো"[/ইটালিক] 17শ শতাব্দীতে ক্যাথলিক চার্চ গ্যালিলিও কে শাস্তি দেয়, "পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে" এই তত্ত্ব সমর্থনের জন্য। কিন্তু 1992 এ পোপ ঘোষনা দেন চার্চের এই সিদ্ধান্ত ভুল ছিল। প্রতিবন্ধী হকিং এখনও স্বপ্ন দেখেন, আর জানতে চান কিভাবে মহাবিশ্বের সৃষ্টি, কিভাবে কাজ করে ব্ল্যাক হোল আর কিভাবে মানবজাতি টিকে থাকবে আগামী 100 বছর.. [লিংক=যঃঃঢ়://িি.িহভিফধরষুহবংি.পড়স/ধৎঃরপষবঅৎপযরাব/লঁহ2006/যধশিরহমঢ়ড়ঢ়ব.ঢ়যঢ়]তথ্যসূত্র[/লিংক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.