আমার জিনিষ আমি প্যাচাবো , যেভাবে চাবো সেভাবে প্যাচাবো
প্রিয় সাকিব ,
সাবজেকট choice এর এ সমস্যা তোমার একার নয় । আমার মনে হয় , সবাই-কেই কমবেশি এ টানাপোড়েনে ভুগতে হয়েছে ।
এ ব্যাপারে আমার মত , তোমার যে subject ভালো লাগে , সেটি পড়বে । এবং 1) ভালো university -তে 2) ভালোভাবে জানবে ।
আমার personal experience হতে বলতে পারি , ভালো /renowned institute হতে পড়লে জব মার্কেটে preference পাবে । আর যদি বিষয়বস্তু না বুঝে পাস করে থাকো , চাকরি পেলেও যে আরামে থাকবে না -- তা বুঝতেই পারছো ...।
শেষে , তোমার ভাই BBA করেছে বলে তুমি করবে না , এটা absurd ।
This is my first time writing in Bangla , so,লেখায় কোনো ভুল থাকলে দুঃখিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।