যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
[সাইজ=3]
"সবাই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারে না, স্বপ্ন দেখাও এক ধরনের জীবন হতে পারে। "
. . . . . . . . ................................ জাফর ইকবাল
একদিন এই তিমিরের হবে অবসান। নিখিলের গ্রন্থি উন্মোচন করে ভোরের হিরন্ময় আলোর পরশ ছড়িয়ে পড়বে প্রতিটি অলিতে গলিতে, ঠিক পৌঁছে যাবে বস্তির ঘুপচি ঘর অবধি। ছোট্ট খুকীর বর্ণমালার বইয়ের লাল অক্ষরগুলোর সাথে মিষ্টি খুনসুটি শেষে বয়েসি বটের পাতাগুলোকে চুমু খেয়ে যাবে আর তারা ঝিলমিল করে উঠবে নতুন প্রাণোন্মাদনায়।
পাড়ার নেড়ি কুকুরটাও মুখ থেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে ক্ষণিক সময়ের জন্য চমকিত হয়ে উঠবে, দেখবে সুন্দর সকাল। রাস্তার মোড়ে টং-এর দোকানে চায়ের কাপে ঝড় তোলা মানুষগুলির কারো মুখে এক চিলতে দুঃখও থাকবে না, সবাই দারুন প্রাণোচ্ছল। ও বাড়ির শান্তা শঙ্কাহীন হেঁটে যাবে স্কুলে- কেউ তাকে দেখে শিস্ দেবে না- একটিও বাজে মন্তব্য ছুড়বে না। কোন মা আর উৎকন্ঠায় অপেক্ষা করবে না মেয়ের নিরাপদে বাড়ি ফেরার। আজ সবাই নিরাপদ।
কোন স্বামী আর যৌতুকের জন্য নির্যাতন করবে না স্ত্রীকে, কোন পুরুষ আর দৈহিক ক্ষুনি্নবৃত্তি করবে না কোন নারীকে ধর্ষণ করে। এসিডের বদলে মানুষ হাতে তুলে নেবে ভালোবাসার পারিজাত, অস্ত্রের বদলে লাঙ্গল- হৃদয় বাগানে সোনা ফলাবে তারা। কোন প্রেমিক হৃদয় আর প্রতারণা করে লুন্ঠন করবে না প্রেমিকার সম্ভ্রম। সবার হৃদয় হবে এক একটি প্রস্ফুটিত গোলাপ। সবাই ভালোবাসার পরিচর্যা করবে।
সবুজ ভালোবাসায় ভরে যাবে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। আমাদের আর কোন কষ্ট থাকেবে না কারণ আমরা জেনে গেছি কিভাবে আমাদের ভিতরকার মানুষটিকে জাগ্রত করতে হয়।
জানি, এই রাত্রির ভোর হবে নিশ্চিত,
হবে যুগ-যুগান্তের অপেক্ষার অবসান।
রক্ত আর ঘামে হবে নব ইতিহাস রচিত,
মুছে যাবে পুরাতন অবয়ব, ব্যবধান।
[/সাইজ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।