আমাদের কথা খুঁজে নিন

   

কলেজ লাইফের কত শত কথা



কলেজ লাইফের কত শত কথা মনে পড়ে। আমি যখন কলেজে পরতাম তখন থাকতাম কলেজ হোস্টেলে। সেখানে অনেক মজার মজার কাহিনী করতাম । হোস্টেলের খাবারের মিল ম্যানাজার ছিলাম আমি, এই কাজের মত বেজাল কাজ আর নাই, কলেজের পূর্ব পার্শে র উওর কর্নারে ছিল Degree হোস্টেল আর দক্ষিন পার্শে ছিল আমাদের ইন্টারের হোস্টেল । খাবারের সময় অনেক সমস্যা হত, Degree তারা আগে এসে তারাতারি খেয়ে যেত ।

তারা যাবার পর দেখা যেত ডাল প্রায় শেষ করে দিত। এখন ইন্টার লেবেল এর তারা এসে খাবারের সময় ডাল পেত না । এখন ম্যানাজারের উপর (আমার উপর এসে চাপ পরত)। এখন কি করি ভেবে পাই না। ইন্টারের তারা দেখা গেছে, Degree তারা খেয়ে শেষ করার 30 মিঃ পর মিল খেতে যেত ।

ইন্টারের তারা চিন্তা করল তারা আগে মিল খাবে, কিন্তু সমস্যা একটাই ডাল ইন্টারের তারাও শেষ করে ফেলে। এক দিন যথারীতি ডাল একবারেই কম এখন কি করি Degree তারা এসে তো কমপ্ল্রেইন করবে তাই কি করলাম , জগ দিয়ে এক জগ পানি এনে ডালের মধ্যে মিক্স করে দিয়ে পরিমান মত লবন দিয়ে রেখে দিলাম । Degree সবাই খেল , আর শুধু কাজের বুয়াকে গালি দিল , এই মহিলা ভাল পাক করতে পারেনা । এই দুষ্টমির কথা এখনো হাঁসায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.