আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
সুরের বিকেলে খেলেছিলো
সোনামনির হাসির স্পন্দন,
বসেছিলো প্রেমিকারা
প্রতিক্ষার ঢালা মেলে জানালায়।
কৌটার কাহিনী নিয়ে
মোহনার সঙ্গস্বরে?
দমকা হাওয়া এসে
খসে গেল আলোভার প্রেমসাধ।
আর মাঠের ধুলো উড়ে যায়
ক্ষেপে দিক-বিদিক আসরে।
যোগসুত্র বিকাশ
মনে মনে আক্রান্ত
উড়ে আসা বৃষ্টিজল পড়ে
পড়ন্ত বৈকালে ফ্যাশন ধাপে,
লুকিয়ে যায় রোদের আয়োজন
আবহাওয়ায় কালবৈশাশী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।