আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে বৈরি আবহাওয়ায় ৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে টর্নেডো ও শীতকালীন ঝড়ে অন্ততপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। একদিকে উচ্চ তাপমাত্রাজনিত টর্নেডো ও অপরদিকে তুষার ঝড় বয়ে যাচ্ছে।

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, 'দেশটির পূর্বাঞ্চলের অর্ধাংশ শীতকালীন আবহাওয়ার খিচুরিতে পরিণত হচ্ছে।'

এনডব্লিউএস’র আবহাওয়াবিদ ব্রুস সুলিভান বলেন,'এই ঝড়টির মধ্যে বৃষ্টি থেকে শুরু করে বন্যা, তীব্র বাতাস, বরফ ও তুষার সবকিছুই একটু একটু করে আছে। অসাধারণ ব্যাপার হল এসবের মধ্যে যে বাতাস বইছে তা উষ্ণ।'

বড়দিনের ছুটি শুরু হওয়ার ঠিক আগে আগে এ ধরনের আবহাওয়ায় ব্যস্ত ভ্রমণপর্বে জড়িত সবার জন্যই দুর্ভোগ ডেকে এনেছে। তীব্র বাতাস ও কুয়াশার কারণে ফিলাডেলফিয়া ও নিউইয়র্কের বিমান চলাচল ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। রোববার পুরো যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকশ’ বিমান যাত্রা বাতিল করা হয়েছে।

আজ সোমবার পর্যন্ত পূর্ব উপকূলে আবহাওয়ার এই অদ্ভুত আচরণ বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.