মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
কনক্রীট আর ইস্পাতের দেয়াল
কি হবে এই দেয়ালে
কি লুকোতে চাও
তোমাদের আতংক, হতাশা আর দর্ীঘশ্বাস।
মনে রেখো আমরা ছিলাম এই ভূমিতে
আবাদ করেছি হাজার বছর
বেয়োনেট এর খোঁচায়, ভূমি পেতে পার
আবাদের অধিকার পাবে না।
ফসল কিভাবে ফলে?
র্কষন করতে হয় বুকের জমিনে
হৃদয়ের উষ্ণ প্রস্রবনে সিক্ত হয় মাটি
তবেই আসে ভালবাসার ফসল।
(অসমাপ্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।