আমাদের কথা খুঁজে নিন

   

দেশে আসছে ডিজেল গাছ



বাংলাদেশে আসছে ডিজেল গাছ। পৃথিবীর জ্বালানি তেলের নয়া উৎস হিসাবে পরিচিত জাত্রফা গাছের আবাদ বাংলাদেশে করার পরিকল্পনা চলছে। এ বিষয়টি নিয়ে আজ বৈঠকে বসছে জ্বালানি বিভাগ। বিশ্বব্যাপী বায়ো ডিজেলের চাহিদা বাড়ছে। পরিবেশ বান্ধব হিসাবে বায়ো ফুয়েল ব্যবহার করার বিষয়টি এখন পরিণত হচ্ছে আন্দোলনে ।

আর বৃটিশ পেট্রোলিয়াম, শেল অয়েল কোম্পানির মত জায়ান্ট তেল উৎপাদনকারী কোম্পানিগুলো এখন খনিজ তেল অনুসন্ধানের সাথে সাথে জাত্রফার ফল থেকে ডিজেল বানিয়ে তা বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। এৰেত্রে সবচেয়ে এগিয়ে আছে ডি ওয়ান অয়েল নামক একটি কোম্পানি। জাত্রফা গাছের মূল আবাসস্থল কোথায় তা এখনো জানা যায়নি। তবে সংশিস্নষ্টরা মনে করেন মেক্সিকো বা মধ্য আমেরিকার কোন স্থানই এর আদি আবাস। বর্তমানে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত চাষাবাদ হচ্ছে।

বৃষ্টিবহুল এলাকায় ভালো জন্মে এ গাছ। শীতকালে ফল ধরে জাত্রফার। থোকা থোকা ফল সবুজ থেকে আসত্দে আসত্দে হলুদ রং ধারণ করে ফল পেকে যায়। এই ফল থেকে যে বীজ হয় তা থেকে বিশেষ উপায়ে বের করা হয় তেল। আর সেই তেলই ডিজেল বা হাই সালফার অয়েল হিসাবে কাজ করে।

এই ডিজেলের নাম দেয়া হয়েছে বায়ো ফুয়েল। এ পর্যনত্দ পাওয়া তথ্যে দেখা গেছে, বিশ্বের 21টি দেশে বায়ো ফুয়েলের উৎপাদন হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পাশর্্ববতর্ী দেশ ভারতে এখন বাণিজ্যিকভাবে জাত্রফা থেকে বায়ো ডিজেল তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে প্রতি লিটার বায়ো ডিজেলের উৎপাদন খরচ হচ্ছে বাংলাদেশী মুদ্রায় 25 টাকা। বিভিন্ন ধরনের ট্যাক্স ধরে প্রতি লিটারের মূল্য হচ্ছে 32 টাকা।

জাত্রফা থেকে বায়ো ডিজেল উৎপাদনে সবচেয়ে এগিয়ে আছে ইন্দোনেশিয়া। সেখানে সরকারিভাবে বায়ো ফুয়েল উৎপাদন চলছে। জানা গেছে, বাংলাদেশের বৃষ্টিবহুল এলাকা চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহের পাহাড় অঞ্চলে জাত্রফা গাছের চাষ করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে আজ 13 জুলাই জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও সংশিস্নষ্ট সকলকে নিয়ে এক সভায় বিসত্দারিত আলোচনা হবে। ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 13.07.2006ঃঃ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.