সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
আপনি মুনশেনে যাবার পর আপনার গগনবিদারী হাসিখানা, হাসিগুলি মিস করতে ছিলাম। কেননা নেট আমাদের আওতায় নির্বাক। ফোনও তথৈবচ। কিন্তু দেখতে আছিলাম আপনার লেখা পত্র।
ব্লগে আপুনি জনপ্রিয় বটি। ফলে আপনার সঙ্গে পরিচয় হেতু। নিজেকেও খানিক জনপ্রিয় বোধ হয় বটি। তথাপি পত্রাপত্রি বিরতি আছে। চোখে পর্দা করুন।
ফিরিয়া আইস। দেশে না ফিরিলেও ব্লগে ফিরিও। আশাকরি, জার্মানি নিবাসী ব্লগারগণ এই চটিপত্র আপনাকে এত্তাবৎ পড়াইবে/পাঠাইবে। শা...শা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।