আমার চোখে বর্তমান...
নরওয়েজিয়ানদের ক্রিকেট শেখানোর ইচ্ছা নিয়ে আমার কলিগ টিপু আর আমি ক্রিকেট ব্যাট বল সাথে নিলাম। ব্যংককে 8 ঘন্টা কাটাতে ক্রিকেট খেলারও প্ল্যান ছিলো। বাধ সাধল বেরসিক সিকিউরিটি। মনে কষ্ট আর দুশ্চিন্তা নিয়ে প্লেনে উঠলাম। 8 ঘন্টা কিভাবে কাটবে?
অসলো টাউন হলের সামনে বিশাল কনসার্ট।
আমি আর টিপু ভাই ভাবলাম ক্রিকেট শেখানোর জন্য আর ভাল জায়গা পাওয়া যাবেনা। আরেক কলিগকে কনসার্ট দেখতে বসিয়ে দিয়ে আমরা এক পাশে খেলা শুরু করলাম। দেখতে দেখতে বেশ কিছু আগ্রহী শিক্ষাথর্ী জুটে গেলো। মদ্যপ এক তরুনীর হাত থেকে ব্যাট পড়ে গিয়ে জয়েন্ট ছুটে গেলো। বেচারা ব্যাট! আরো বেচারা আমরা!!!
(ফ্লিকারে ছবি দেখে অনেকে জানতে চেয়েছিলো ব্যাট কিভাবে ভাংলো।
আশা করি, সবার কেীতুহল পূরন হলো)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।