নিলামে ৭২ লাখ রুপিতে বিক্রি হয়েছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত সেই ব্যাটটি। গত সোমবার লন্ডনের হিলটন হোটেলে নিলাম হয় এটি। এপ্রিলের ২ তারিখে চূড়ান্ত খেলায় ম্যাচ সেরা হন ধোনি। খেলার শেষ শটে বল সীমানার ওপারে পাঠিয়ে দলকে এনে দেন বিশ্বকাপ জয়ের আনন্দ । শেষ পর্যন্ত তিনি ৯১ রানে অপরাজিত থাকেন।
সাক্ষী ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করতেই মূলত ধোনির ব্যাট নিলামে তোলা হয়। ফাউন্ডেশনটি মূলত কাজ করে থাকে বঞ্চিত শিশুদের নিয়ে। ধোনির স্ত্রী সাক্ষী ফাউন্ডেশনটির দেখভাল করে থাকেন।
ধোনির এই ব্যাটটি কেনেন ভারতীয় বিনিয়োগকারী গ্রুপ আর কে গ্লোবাল। মুম্বাইয়ে চূড়ান্ত খেলায় ভারত ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে।
জয়ের লক্ষ্য ২৭৫ রান টপকে যায় ভারত চার উইকেটে। তখনো হাতে ছিল দশ বল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।