দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি
(অনেক দিন ধরেই একটি সিরিজ লিখব ইচ্ছে, কিন্তু এতদিন পরিক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে সময় পাওয়া যায়নি। )
যে কোন বাংলাদেশী গ্রুপে গেলেই দেখা যায়, দেশকে নিয়ে, দেশের দুরবস্থা নিয়ে বেশ আলাপ হয়। অবশ্যই প্রায়শঃই তা একরাস হতাশার ঘ্রাসে আটকে থাকে।
কিন্তু আমরা যদি দেশকে এ অবস্থা থেকে উত্তোলিত দেখতে চাই তবে হতাশার কথা বলে লাভ নেই। আমাদের উচিত আশার আলো দেখানো, ভবিষ্যতের দিকে দৃষ্টি দেয়া।
স্বপ্ন দেখা সুন্দর আগামীর।
সিরিজের প্রথম পোস্ট ভেবেছিলাম দেশের দুরবস্থার কথা নিয়েই লিখব, কিন্তু তার কোন প্রয়োজন বোধ করছিনা, কারণ আমাদের গনমাধ্যম তা খুব ভাল ভাবেই আনজাম দিচ্ছে, এমনকি অনেক সময় একটু বেশি করেই।
প্রাপ্তি একসময় ছিল একটি পরিবারের বাধভাঙ্গা কষ্টের নাম, কিন্তু তা আজ আমাদের সামহোয়ের পরিবারের একটি একতা বদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। এই প্রাপ্তি নিয়ে যা সবাই করতে পারলাম তা এই প্রমান করে যে, আমরা সবাই একতাবদ্ধ হলে অনেক বড় কিছু করা সম্ভব।
এই ব্লগে নানা রঙের, নানা রকমের মানুষের সমাহার।
চিন্তা চেতনা, শিক্ষা - দিক্ষা, সবদিক দিয়েই ব্যাপক বৈচিত্রে মিলনমেলা। শুধু তাই নই, এই ব্লগে হরেক রকমের গ্রুপিং। কিন্তু দেখা গেল প্রাপ্তির ক্ষেত্রে সবাই একতা বদ্ধ।
আমাদের একে অপরের মাঝে অনেক অমিল থাকতে পারে, কিন্তু তার মানে কি এই যে একটাও মিল থাকবেনা? মোটামোটি এই ব্লগে সবাই বাংলাদেশী ও দেশপ্রেমিক (কেউ যদি না হয়ে থাকেন, তবে এই পোস্ট আপনার জন্য নয়)। তাহলে এ ক্ষেত্রে তো আমরা একমত হতে পারি এবং দেশের কল্যানে কাজ করতে পারি।
আজ স্বাধিনতার 35 বছর পরও আমাদের দেশের কোন গোল নেই। নেয় কোন লংটার্ম পল্যান। আমরা যারা তরুন-তরুনি বা যুবক-যুবতী, তাদের সামনে নেই কোন নির্দিশট দিকনির্দেশনা। আর সর্বোপরী নেই এমন কোন নেতা নেত্রী যাদেরকে আমরা ফলো করতে পারবো, যাদের পানে আমরা সম্মানের সহিত থাকাবো।
কিন্তু তার মানে এই নয়যে আমরা হাত গুটিয়ে বসে থাকব, কবে আসবে সেই স্বপ্নের রাজপুত্র আমাদের দুরবস্থা থেকে উদ্দার করবে সে অপেক্ষা।
মাঝিবিহীন নৌকায় যাত্রীদেরকেই এগিয়ে আসতে হয় বৈঠা হাতে, নতোবা নৌকা সারাজীবনই মাঝপথে আটকে থাকবে।
তবে আশার কথা হচ্ছে, আব্দুল্লাহ আবু সাইয়্যিদ স্যারের মত অনেকেই নীরবে কাজ করে যাচ্ছেন, আলোকিত ভবিষ্যত প্রজন্মের আশায়। এখন শুধু প্রয়োজন আমাদের এগিয়ে আসা।
আমি তেমন গুছিয়ে লেখতে পারিনা, তাই সংক্ষেপে আমার পয়েন্ট হল - আসুন আমরা সমস্যার কথা না বলে সম্ভাবনার কথা বলি।
আর এ সম্ভাবনার প্রথম ধাপ হলো স্বপ্ন দেখা।
এই সিরিজের পরবর্তী পোস্ট হবে সেই সম্ভাবনা নিয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।