মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
এই জোকস পড়েছি অনেক আগে রিডর্াস ডাইজেস্টে। নিজের ভাষায় লিখছি। জোকসটা পড়লে ওদের পলিটিক্যাল মটিভেশন বোঝা যায়।
মারা যাওয়ার পর সোনাই র্সদারের জায়গা ঠিক হল দোযখ। গিয়ে দেখে দোযখে ঢুকার দুইটা লাইন।
যাক এরা ভালই, অপশন রাখছে,মাইক্রোসফটের মত জোর কইরা গিলায় না। একটা লাইন বেশ লম্বা, আরেকটা লাইনে কেউ নেই। সোনাই ভাবল বিষয়ডা কি দেহি, লম্বা লাইনের শেষ মাথায় খাড়ানো আপামনিরে জিগাই। ওমা এতো দেখি হিলারী কিলটন। আপারে জিগাইতেই, আপা কইলো,
'' একটা হচ্ছে পুঁজিবাদী নরকের লাইন, আরেকটা সমাজতান্ত্রিক নরকের লাইন।
বরাবরের মত সোশালিস্ট নরকে,তোমারে ভাজবার জন্য কড়াইতে উঠাইলেই দেখা যায় তেল র্শট পড়ছে। আধা ভাজা অবস্থায় তাকে রেখে দেয়। অনেকটা আমেরিকান বিফ স্টেক এর মত। লাইনের একদম সামনে কিসিনজার কাকারে দেখতেছোনা, খাড়াইয়া আছে'' ।
সোনাই ভাবলো ভালোই তো, আপামনির পেছনে সেও খাড়াইয়া গেলো।
ইলেকশনে না, নরকের দ্্বারে ।
** ছবিটা রঁদ্যার The Gates of Hell
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।