আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিলেতজীবন ঃঃ The Beginnings

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

আমার আজ পর্যন্ত চারবার জন্ম হয়েছে। কোন দিন বিখ্যাত কেউ হয়ে গেছে আমার অটোবায়োগ্রাফারকে বলবো এই লাইনটা দিয়ে শুরু করতে। কথাটা কি একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। খোলাসা করেই বলি।

প্রতি মূর্হুতেই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমরা। এর মধ্যে কিছু কিছু ঘটনা আমাদের জীবনকে পুরোপুরি change করে দেয়। এখন পযনর্্ত এই টাইপের চারটা ঘটনা ঘটেছে আমার জীবনে। প্রথমটা স্বয়ং আমার জন্ম, দ্্বিতীয়টা ক্যাডেট কলেজ গমন (গোটা কয়েক পোষ্ট দিয়েছি সেই জীবনের কাহিনী নিয়ে), তৃতীয়টা যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের অলসতা আর পড়াশুনায় অমনোযোগিতার কারনে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া আর সর্বশেষ জন্ম গত বছরের 1লা অক্টোবর, বিলেত আগমন। সতর্ীথ ব্লগারদের একজন সেদিন বলল - হাসু মিয়া, তুমি বিলেত জীবন নিয়া কিছু লেখ, নতুন নতুন অভিজ্ঞতার কথা জানাও হবে আর যারা ওখানে যেতে চায় তাদেরও সুবিধা হবে।

আমি একটু ভাব খেয়ে বললাম - আমার লেখা তো কেউ পড়ে না, লিখে লাভ কি? সে বলে - ব্লগ মানে কি সাহিত্য যে সুন্দর হতে হবে, ভাব দিয়া কথা লিখতে হবে। যা ইচ্ছা তাই লিখবা। তার অনুপ্রেরনায় আমি বিলেত জীবন নিয়ে সিরিজ ধরে কয়েকটা পোষ্ট করবো, অনেকটা ফ্লাডিং এর নয়া কায়দা আর কি। প্রথম পর্বটা হয়তো আজকেই লিখবো। সবার দোয়াপ্রাথর্ী ...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।