আমার মুখোশ . . . সবার মুখোশ
সতকর্ীকরণ ঃ "যারা কমিক বলতে বোঝেন চাচা চৌধুরি বা যারা কমিক বলতে বাচ্চাদের কল্পনা নিয়ে রঙের খেলা মনে করেন, তাদের এই পোস্ট পড়ার দরকার নেই। "
আমার বাচ্চা কাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় কমিক সিরিজ গুলোর একটা হচ্ছে গিয়ে এক্স মেন। একশোর উপর পড়েছি ( জয় বাবা পিয়ার টু পিয়ার সফটওয়্যার) সব গুলো মুভি আর বেশির ভাগ এনিমেটেড সিরিজ দেখেছি।
মানছি এনভায়রনমেন্ট টা হল গিয়ে খুবই কল্পনা প্রসূত। কিন্তু সবসময় এই সিরিজ নিয়ে যে ব্যাপারটা আমাকে আলোড়িত করেছে, তা হল সামাজিক কিছ জটিল বিষয় নিয়ে কত সহজেই না এর লেখক আর আঁকিয়েরা কথা বলেছেন।
এক্স মেন রা হল এভুলিউশনের নেক্সট বড় লাফ। মানবজাতির মিউটেটেড বিবর্তন। একক জন একেক ক্ষমতার আধিকারি। সাধারন পানির নিচে শ্বাস নেয়া থেকে শুরু করে আগুন ছোঁড়া পর্যন্ত।
জাস্ট দেখে শেষ করলাম সিরিজের শেষ ছবি... কদিন আগে বের হওয়া X-Men: The last Stand।
ছবিটি কেমন সে প্রসংগে পরে আসি . . .ছবিটি কিছু অসম্ভব সুন্দর ভাবার খোরাক দিয়েছে। তাই লিখছি।
আপনি মিউট্যান্ট । আপনার প্রতিবেশি রা সবাই হিউম্যান। সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকায়।
সমাজে মিশে যাওয়া আপনার জন্যে কঠিন। এখন যদি প্রকাশ হয়.. এক আশ্চর্য দাওয়াই বের হয়েছে . . এক বার নিলেই আপনি সাধারন। আপনার স্বকীয়তা শেষ , কিন্তু আপনি মিশে যেতে পারবেন সাধারনের ভিড়ে।
এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সিদ্ধান্ত নেবেন? স্বকীয়তা আপনার জন্য বড়, নাকি সমাজে মিশে যাওয়া? মিউট্যান্ট সাবজেক্টটা দিয়ে আজকের সমাজের এথনিক টেনশনের কি সুন্দর উপস্থাপনা!!
তবে এক্স মেন সবসময়ই কঠিন ইসু্য গুলো নিয়ে কথা বলেছে।
ROGUE এর কথাই ধরুন।
সে যাকে ছোঁবে, তার ক্ষমতা সে আপন করে নিতে পারে। কিন্তু তা অপর জনকে নিঃশেষ করেই। সে তাই তার ভালবাসার মানুষটিকে ছঁতে পারেনা , কাছে যেতে পারেনা। এক্স মেন ইউনিভার্স এখানে কি দেখাচ্ছে এইডস এর প্রচ্ছন্ন ইংিগত ?
ভাই পুলিশকে জানিয়ে দিচ্ছে সহোদরের মউিট্যাসি। এখানে এলো হোমোফোবিয়া।
সাধারন সবচেয়ে অমিনাস সত্য টা তো সবার উপরেই। আমরা সবাই স্বতন্ত্র সবাই অনন্য। এককে জনের ক্ষমতাটাও তাই একেক রকম।
এক্সমেন দেখিয়েছে আথরিটেরিয়ান রেজিমের বাড়াবাড়ি আর রাজনীতিবিদ দের জীবন নিয়ে ছিনিমিনি খেলা।
দেখিয়েছে এক সমাজের মধ্যে ডাইভার্সিটি আর উপসংস্কৃতিকেও।
কমিক বলে তাই হাসার অবকাশ এখানে কম। ছায়াছবির একশন সিকোয়েনেসর কথা ভুলে যান। সভ্যতার শুরু থেকেইে ভালো আর মন্দের সংঘাত উঠে এসেছে সাহিত্যে। এক্সমেন এর ব্যতিক্রম নয়।
হ্যা আমি সেই দলে, যারা কমিককে সাহিত্য হিসেবে দাম দেয়।
বলতে চায় এটিও নভেল, গ্রাফিক নভেল।
ছবিটা ভাল হল না হল তাতো পরের ব্যাপার। এই সব প্রচ্ছন্ন কিন্তু খুবই সত্য সমস্যা গুলো তুলে আনার জন্য তাই এক্সমেন প্রশংসার প্রাপ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।