আমাদের কথা খুঁজে নিন

   

বায়োগ্রাফি

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে

এ কিছু নয়- বলে কেটে দিলে সহজ সম্পর্কের অনাবিল গ্রন্থি! কাঁপেনি একটুও তোমার কণ্ঠ কিংবা হাত, সহজাত শুদ্ধির সুশৃংখল ফুলগুলো এলোমেলো ঝরে গেলো, এখন কিছুর সঙ্গে আর মেলে না কিছুই, কেবলই ভুল হয়ে যায়, নিজস্ব রঙ ভুলে ফুলগুলো হৃদয়ে জড়ায় ক্ষরণের লাল! রূপান্তরের আগে যদি একবারও রাখতে এই চোখে চোখ, ফুলগুলো বেঁচে যেতো! তোমাকে স্থির চিত্র বলেনি সব সত্য কথা, এই চোখে ছিলো সুস্পষ্ট আঁকা চিত্রনাট্যের প্রতিটি রেখা- নীলগিরিমেঘ ছোঁয়ার মুহূর্তে নায়িকার তৃষিত হাতে ছিলো প্রেমিকের নয়, বন্ধুর স্পর্শের সাবলিলতা। ভালোবাসি! তোমাকে ভালোবাসি -বলে আওড়ালে ভুল সংলাপ অথবা শুধুই সমর্পণ ইন্দ্রজাল! এখন বলোতো প্রেমিক, আমার এলোমেলো রাতদিন, আগোছালো জীবনের কোন ফোকরে তুমি এঁকে দেবে দিন-রাত্রির ভেদ রেখা, আমিতো বুঝি, ডিজলভ মানেই গোজামিল! নতুন চিত্রায়ণের দায়িত্ব এখন পুরোটাই তোমার, প্লিজ ফটোগ্রাফ রাখো, আমার চোখে তাকাও, এখানেই লেখা আছে আমার বায়োগ্রাফি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.