অপসৃয়মান অপরান্হের নিঃসঙ্গ কবি ‘তোমাকে ভূলে গেছি….ভাব নিয়ে শহরের তুমুল জনপ্রিয় ক্লান্ত অভিনেতাটির মত আমি নিজের উপর ভারী বিরক্ত হুমড়ি খেয়ে পড়ি তোমার পথের ঘাষে যে পথ একদিন আমার পায়ে যৌবন হারিয়েছে । একদিন এ দু চোখে সমূদ্র হব হব ভাব ছিল তুমি ছিলে চিরায়ত তোমারই মত তোমার জাত-পাতহীন অবহেলার মতই আমি গোগ্রাসে চির-বধী অবহেলায় নিজেকে অবলীলায় খুন করেছি তোমার কাছে । কতঠুকু কেঁদে কত আর আহাজারিতে সেসব বোঝানো যায় …..? তোমার সুউচ্ছ পর্বত হৃদয় অবধী যখন পৌছা গেলো না প্রতিদিন তোমাকে ভূলে যেতে চেষ্টারত আমি বিরক্তিকর নাটকটির মত বারংবার পূনঃপ্রচার করে গেছি সহস্রকাল তুমি ছিলে চিরায়ত তোমারই মত ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।