আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম বিশ্বে সামপ্রতিক প্রাকৃতিক দুর্যোগের উৎপাত



আবার ইন্দোনেশিয়ায় ভুমিকম্প, আবার মৃত্যু, আবারও টারগেট একটি মুসলিম দেশ। বিধাতার হলো টা কি। কয়েকমাস আগে ইরানে ভুমিকম্পের ঘা এখনও শুকায় নি, তারও কিছু আগে কাশ্মীরে ভুমিকম্প। বছর দুয়েক আগে সুনামির হামলা তাও বেশীর ভাগ গিয়ে পড়েছে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। তাহলে কি বদরুল ভাইয়ের লেখা ছামুদ জাতির কথাই সত্যি।

বিধাতা কাউকে শিক্ষা দিতে চান? পাপী-তাপী নাসারা, কাফের, মোশরেকদের বাদ দিয়ে কেন নিরীহ মুসলিমদের ওপর বারবার হামলা। বৈজ্ঞানিক তত্ত্ব আর জানতে চাই না, চুলোয় যাক প্লেট-টেকটোনিকস, প্রাজ্ঞ ব্লগার আবু সালেহ লিখেছেন " কোরান ছাড়া আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা অসম্ভব" , অধ্যাত্ববাদ না মেনে উপায় আছে? অন্তত আমি তো এখন আর দেখছি না। গত 5/6 বছরের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের তালিকা দেখুনঃ - ইজমিট, তুরস্ক (1999) - ভুমিকম্প - ভুজ, গুজরাট, ভারত (2001) - ভুমিকম্প - বাম, ইরান (2003) - - ভুমিকম্প - কাশ্মীর, পাকিস্তান-ভারত (2005) - ভুমিকম্প - সুনামী, ইন্দোনেশিয়া, শ্রীলংকা (2004) যুক্তরাষ্ট্রে হারিকেন ক্যাটারিনা আঘাত হানলেও মৃতের সংখ্যা তুলনামুল ভাবে কম। তারপরও নাসারাদের মাত্র দু-একটা প্রাকৃতিক দুর্যোগের বিনিময়ে মুসলিমদের অনেক বেশী দুর্যোগের োকাবেলা করতে হচ্ছে। হতাহতের সংখ্যা তো বহুগুনে বেশী।

শিশুদেরও নিস্তার নেই, আসলে শিশুরাই মারা যাচ্ছে বেশী। আবার যেমন কাশ্মীরে ভুমিকম্প ঘটিয়ে বিধাতা পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে ধ্বংসজজ্ঞ ঘটালেন অনেক বেশী। ভারতীয় পত্রিকা আনন্দবাজার সোল্লাসে কলাম লিখেছিল কাশ্মীর ভুমিকম্পে অনেক জংগী মারা গেছে, আরে জংগী মরেছে তো কি, ওরা কি মানুষ নয়। যুক্তির চেয়ে শক্তিশালী অধিবিদ্যা নিয়ে অনেক ব্লগারু গবেষনা করেছেন, করছেন। তারা এসব দুর্যোগের পেছনে বিধাতার উদ্দ্যেশ্য নিয়ে দুকথা বললে মন্দ হয় না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.