আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ নিয়ে অনলাইন গেম খেলুন।

অনলাইনে অনেক মাল্টিপ্লেয়ার রিয়েলটাইম গেমস আছে। এর মধ্যে অনেক সোশ্যাল মালটিপ্লেয়ার গেমস আছে। আজ আমি এরকম ই একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেমস এর কথা বলব। এই গেমটা আমার দেখা একটি গেম যেখানে আপনি বাংলাদেশের মানচিত্র নিয়ে খেলতে পারবেন ।
গেমটির নাম হচ্ছে ই-সিম (e-sim) . এই অনলাইন ব্রাউজার ভিত্তিক গেম টি খেলে আমি এই কারনে মজা পাচ্ছি যে, আমি বাংলাদেশ নিয়ে বিশ্বের অন্যান্য ৫১ টি দেশের সাথে খেলছি।

আর আমার সাথে আমার বাংলাদেশি ভাইয়েরা তো আছেই। আপনিও খেলতে চাইলে আজই শুরু করুন। এই লিঙ্কে যান  ই-সিম ।
গুগুল ক্রোম ব্যবহার করলে কোন ঝামেলা ছাড়াই খেলতে পারবেন।
অনলাইনে এই টাইপের আরো অনেক গেমস আছে।

কিন্তু আমার জানা মতে এই গেমটাতেই শুধুমাত্র বাংলাদেশ আছে।
তো আসুন দেখে নেওয়া যাক এর মজার মজার ফিচার গুলো।
১. চাকরি
এখানে অনেকগুলো বাংলাদেশি কোম্পানী আছে। আবার কয়েকটি বিদেশি কোম্পানীও আছে। আপনি এগুলোর যে কোন একটিতে চাকরির জন্য এপ্লাই করতে পারেন।

সিটিজেনের ইকোনোমিক স্কিল অনুযায়ী বিভিল্ল বেতনের চাকরি পাওয়া যায় জব মার্কেটে। তবে এর জন্য কোন ইন্টারভিউ দিতে হয় না ।
২. রাজনীতি
বাংলাদেশের মত এখানেও বিএনপি ও আওয়ামীলীগ আছে। মজার ব্যাপার হচ্ছে এখন এখানে সংসদ নির্বাচনের সময়। প্রতি মাসের ২৫ তারিখে এখানে সংসদ নির্বাচন হয়।

আপনি চাইলে নতুন কোন রাজনৈতিক দলও গঠন করতে পারেন। তবে তার জন্য গোল্ড খরচ করতে হবে।

৩. ব্যবসা
আপনি চাইলে এখানে ব্যবসাও করতে পারেন। আপনি নিজস্ব কোন কোম্পানী খুলতে পারেন। অথবা, এক দেশ থেকে আর এক দেশে পণ্য আমদানী রপ্তানী ও করতে পারেন।

বাংলাদেশে আয়রন বা ডায়মন্ড এর কোম্পানী ভাল। কারন বাংলাদেশে এই দুটোর খনি আছে।  ;)  :P

৪. যুদ্ধ 
মাঝেমদ্ধ্যেই এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ লেগে যায়। যুদ্ধের প্রধান কারন হচ্ছে অন্য দেশের জমি জবরদখল করা। বাংলাদেশ এখনও কেউ আক্রমন করে নাই।

তবে খুব তারাতারি যে করবে এই বিষয়ে কোন সন্দেহ নাই।
বর্তমানে বাংলাদেশের র‍্যাংকিং ৩৫। ১ নাম্বারে আছে ফিলিপাইন। ইন্ডিয়া আছে ৪৫ নাম্বারে আর পাকিস্তান ৪৯।

তো দেরী না করে আজই যোগদান করুন।

অন্তত পক্ষে বাংলাদেশের শক্তি বাড়ান। ই - সিম বাংলাদেশ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.