আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামিক সলিডারিটি গেমসে থাকবে বিকিনি

ইন্দোনেশিয়ায় রবিবার শুরু হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস। তবে শুরুর আগেই দেখা দিয়েছে বিপত্তি। প্রতিযোগিতায় মেয়েরা শরীর ঢেকে রাখা যায় এমন পোশাক পরুক এমনটা চাইছেন কিছু কিছু দেশ। অথচ আয়োজকরা বলছেন, বিকিনি নিষিদ্ধ করা অসম্ভব। বিচ ভলিবল, অ্যাথলেটিক্স আর সাঁতার – এসব ইভেন্টে মেয়েরা সংক্ষিপ্ত পোশাক পরেই অংশ নেন। কিন্তু ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে কয়েকটি দেশ দাবি যখন দাবি করেছিল মেয়েদের পুরো শরীর ঢেকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে, তখন জবাবে আয়োজক কমিটির কর্মকর্তা জোকো প্রামোনো বলেছেন, কোনো দেশ যদি বিকিনি ব্যবহার না করে, তাতে কোনো অসুবিধা নেই। আর অন্য দেশগুলোর প্রতিযোগীরা যদি বিকিনি পরতে চায়, তাদের সে সুযোগ দেয়া হবে, কারণ, আমরা পোশাকবিধিসহ সব আন্তর্জাতিক নিয়ম মানার অঙ্গিকার করেছি৷

ইসলামিক সলিডারিটি গেমসে মুসলিম অধ্যুষিত ৪৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এটা চলবে ১ অক্টোবর পর্যন্ত। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.