আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নাবিক নিতে চায় পানামা সরকার

মহাবিশ্বের মহাকাশ ফাড়ি' চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি' ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নাবিক নিতে চায় পানামা সরকার। আন্তর্জাতিক নৌ খাতে বাংলাদেশি নাবিকদের সুমান ছড়িয়ে পড়ায় পানামা সরকার এ আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত পানামার রাষ্ট্রদূত বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করে পানামার আগ্রহের কথা জানান। এ প্রসঙ্গে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'পানামা সরকার বাংলাদেশ থেকে নাবিক নেওয়ার জন্য একপক্ষীয় (ইউনিলেটারাল) চুক্তি করতে চায়। তাই পানামার সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকাণ্ড পরিদর্শনের জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রদূত।

' জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত পানামার রাষ্ট্রদূত এরাম ডি সিসমিরোস বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিদর্শন করেন। এ সময় অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত পানামায় বাংলাদেশি নাবিক নিয়োগের বিষয়ে ওই দেশের সরকারের আগ্রহের কথা জানান। কমোডর জোবায়ের আহমেদ আরো বলেন, 'পানামা রাষ্ট্রদূতের প্রস্তাবটি নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার পানামার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ' বিশ্বে সর্বোচ্চসংখ্যক জাহাজের রেজিস্ট্রেশন (পতাকাবাহী) প্রদানকারী দেশ হলো পানামা।

আন্তর্জাতিক রুটে চলাচলকারী প্রায় ১০ হাজার জাহাজকে পানামা সরকার রেজিস্ট্রেশন দিয়েছে। আর বাংলাদেশের রেজিস্ট্রেশন পাওয়া জাহাজের সংখ্যা মাত্র ৭৩টি। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন নেতারা জানান, পানামা বিশ্বে জাহাজের রেজিস্ট্রেশন প্রদানকারী সর্ববৃহৎ দেশ হলেও নাবিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ-সুবিধা তাদের নেই। তা ছাড়া আন্তর্জাতিক রুটে জাহাজ পরিচালনার মতো বর্তমানে পানামাতে যোগ্যতাসম্পন্ন নাবিক পাওয়া যাচ্ছে না। তাই পানামা সরকার বাংলাদেশ থেকে নাবিক নেওয়ার কথা ভাবছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত পানামার ফ্ল্যাগ স্টেট ইন্সপেক্টর ক্যাপ্টেন সাইফুল্লাহ আল-মামুন কালের কণ্ঠকে বলেন, 'দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের নাবিকদের জন্য সম্ভাবনার একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে। পানামার পতাকাবাহী ১০ হাজার জাহাজে যদি একজন করেও নাবিক চাকরির সুযোগ পান, তাহলে বাংলাদেশ থেকে ১০ হাজার নাবিকের কর্মসংস্থান হবে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি বাংলাদেশি জাহাজ মালিকরাও পানামায় তাঁদের জাহাজের দৈত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। '


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.