আমাদের কথা খুঁজে নিন

   

অমানিশার সন্ধানে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অমানিশার সন্ধানে ____________ সুরঙ্গের দু'পাশে ইস্পাতের অরণ্য প্রান্তে আটকে আছে আকাশ ধাতব ফ্রেমে আকাশটা হঠাৎই নড়েচড়ে ওঠে জীবন্ত প্রেমে পাখিরা উড়ে গেলে কালো মেঘ জমা হলে বিদ্যুৎ চমকালো বৃষ্টি হলোনা নক্ষত্র জ্বললোনা হঠাৎ শক্ত আঁধার আমি অমানিশার সন্ধানে দেশলাই জ্বালিয়ে জ্বালিয়ে বারবার সে পথে গেছি বিভ্রমের ঘূর্ণন মিশে একাকার পাখি পাতা ফুল মেঘ দূরের আগুন সেইসব মিশ্রনের বিচ্ছুরণে দু'চোখ বন্ধ হয়ে গেলে শুনি আলেয়ার ডাক মেলে দেখি চোখ ফ্রেম বন্দি আকাশে আটকে আছে তোমার আলেখ্য।। ________________________ ______________ বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।