নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার মাত্র ৫০ গজ দূরে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আসা ৬ ছিনতাইকারী ফতুল্লা বাজারে এ ঘটনা ঘটায়। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সিফাত আল মোক্তার ফতুল্লা থানা সংলগ্ন আমীর সুপার মার্কেটে ভোজ্যতেলের ব্যবসা প্রতিষ্ঠান এস মোহাম্মদ ট্রেডিংয়ের মালিক। সিফাত জানান, গতকাল দুপুর ১টায় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান হতে ১২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে প্রতিষ্ঠানের কর্মচারী জুলহাসকে সঙ্গে নিয়ে অদূরে সোস্যাল ইসলামী ইনভেস্টমেন্ট ব্যাংকের উদ্দেশে রওনা দেয়। তিনি ফতুল্লা বাজারের মাঝামাঝি আসার পর ৬ জন যুবক পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে যুবকেরা দ্রুত ৩টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ওই সময়ে বাজারে প্রচুর লোকজন থাকলেও তারা অস্ত্রধারীদের ভয়ে এগিয়ে আসেনি। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লুটকৃত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।