আমি কাতর ছিলাম
তুমি মৃদুভাষী
দোভাষী ছিলনা বলে
লজ্জার সিড়ি বেয়ে
এক পা ও এগুতে পারিনি-
কতবার তুমি
আমার জানালায় বাতাস হয়েছো
আমি কড়া নেড়ে গেছি
তোমার দরোজায়
পিছুটান ভয়ের নেকাব পরে
দাঁড়িয়ে ছিলো মাঝখানটায়
এখন স্টিমারের ভেপু
দূর থেকে দূরে
ঢেউ হয়ে যায়
টিয়ার ঝাঁকের মতো স্মৃতি
ডেকে ডেকে আকাশে মিলায়
কেবল সূর্যাস্থের আগে
একটি শুশুক হয়ে
হঠাৎ বুকের ভিতর
ঘাই মেরে লুকায় কোথায়!
আমি খুঁজে মরি
এইতো আধেক জীবন!
বাকি খান ঘানি টেনে
চলি আমরন
১৯-০৬-১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।