আমাদের কথা খুঁজে নিন

   

আধেক তুমি ও আমি

আমি পবিত্র ভালোবাসার কথা বলি,আমি পরিবর্তনের স্বপ্ন দেখি,চাই আনন্দের পৃথিবী।

আমায় আধেক জানো তুমি
আধেক জানো না।
তাই আমার আধেক বোঝো তুমি,
আধেক বোঝো না।

আমিও ঠিক তেমনি আধেক জানি,
আধেক জানি না।
তাই আধেক বুঝি আধেক বুঝি না।


আধেক হেঁটেছি বন্ধুর আধেকটা কোমল।

তাই চাঁদ পূর্ণ হলে আধেকটা তুমি,
আর আধেকটা আমি।
খুব অল্প সময়ই আমরা থাকি,
একান্তই তুমি আর আমি।
আর আমাদের আধেক পাগলামি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।