আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হতে কর্মকর্তা কর্মচারীদের বের করে ভবনে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা ক্যাম্পাস হতে কুষ্টিয়া ও ঝিনাইদহসহ বিভিন্ন রুটের গাড়িও আটকে রাখে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এঘটনা ঘটে। চাকরির দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এঘটনা ঘটিয়েছে বলে ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে। তবে সংগঠনটির ইবি আহ্বায়ক শামীম হোসেন জানান এ ঘটনার সাথে বহিরাগত কিছু চাকরিপ্রার্থী জড়িত।

 
জানা গেছে- আজ ছাত্রলীগের সাবেক কমিটির সহ সভাপতি হিটলার, যুগ্ম সম্পাদক লেলিন, সদস্য কাসেম, টিটু, বঙ্গবন্ধু হলের সভাপতি সাইফুলসহ কয়েক নেতাকর্মী প্রশাসনিক ভবনের ভিসি, প্রোভিসি ও ট্রেজারারের কক্ষে তালা লাগিয়ে দেয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়ায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া ঝিনাইদহ সহ বিভিন্ন রুটের গাড়িও আটকে যায়।
 
সূত্র জানায়- চাকরিপ্রার্থী ছাত্রলীগের কয়েক উচ্ছৃঙ্খল নেতাকর্মী ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনকে তার কক্ষ হতে বের করে দেয়। অন্তত দেড় ঘন্টা তারা প্রশাসন ভবনে তালা লাগিয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে।
 
এদিকে বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরির বিষয়টি দ্রুত বিবেচনা করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন বলেন- এঘটনার সাথে ছাত্রলীগ জড়িত নয়। কিছু বহিরাগত এঘটনার নেতর্ৃত্ব দেয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.