কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে গতকালও তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, শনিবার শপিং মলে হামলা চালিয়ে ৬৮ জনকে হত্যাকারী জঙ্গিরা মার্কেটটির ভেতরে কোথাও লুকিয়ে রয়েছে। শপিং মলটি জঙ্গিমুক্ত করতে গতকাল সন্ধ্যায়ও অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে ওই গোলাগুলি।
জঙ্গি হামলার ঘটনায় আরও কমপক্ষে ১৭৫ জন আহত হয়েছেন। সেনাবাহিনী অন্তত এক হাজার মানুষকে নিরাপদে সেখান থেকে সরিয়েছে। হতাহতদের মধ্যে মার্কিন, কানাডিয়ান, ব্রিটিশ, ফরাসি এবং ভারতীয় নাগরিকও ছিলেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানান, ঘটনাস্থলে ব্যাপক গুলিবিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেনিয়ার নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী জোরালো অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
তবে গতকালের ওই ঘটনা সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার গুলিবিনিময়ের ঘটনা কিনা তা স্পষ্ট করেননি তিনি। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় সেনা অভিযানের ইঙ্গিত দিয়ে জানিয়েছিল, ভয়াবহ লোমহর্ষক ঘটনার ইতি টানতে সব রকমের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তাই ধারণা করা হচ্ছে, মার্কেটের ভেতরে আত্দগোপনে থাকা জঙ্গিদের ধরতে গতকাল ভোর থেকেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা মনে করেন, শনিবার ওয়েস্টগেট শপিং মলে হামলা চালানো সোমালিয়ার সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের ১০ থেকে ১৫ জন সদস্য এখনো মার্কেটটির ভেতরে লুকিয়ে রয়েছে। এ ছাড়া বেশ কিছু বেসামরিক নাগরিকও ঘটনাস্থলে লুকিয়ে রয়েছে অথবা সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছেন বলে মনে করা হচ্ছে।
এর আগে গত রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাইরাস অগুনা জানিয়েছিলেন, অধিকাংশ বেসামরিক নাগরিককেই মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে। বিবিসি, এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।