আমাদের কথা খুঁজে নিন

   

সরকার বলছে জঙ্গিমুক্ত তারপরও থেমে থেমে গুলির শব্দ

কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিং মল ওয়েস্টগেটে আবারও প্রচণ্ড গুলির শব্দ শোনা গেছে। গতকাল ভোরে কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শপিং মলটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এমন দাবি করা হলেও গতকাল সন্ধ্যায়ও গুলির শব্দ শোনা গেছে। অবশ্য গতকাল রাতে দেশটির সেনাবাহিনী দাবি করেছে তারা সন্ধ্যার পর শপিং মলটির সব ফ্লোর দখল করেছে। সন্দেহভাজন আল শাবাব গোষ্ঠীর জঙ্গিরা তিন দিন আগে শপিংমলটির আগন্তুকদের জিম্মি করে এটি দখল করে। গতকাল পর্যন্ত গোলাগুলিতে অন্তত ৬৮ জন নিহত হন।

আহত হন দুই শতাধিক আর পালিয়ে আত্দরক্ষা করেন অন্তত এক হাজার মানুষ। দেশজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাস্তায় গাড়ির সংখ্যা অন্তত ৭০ ভাগ কম। এদিকে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শপিংমলে হামলাকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের কম বয়সী দুই বা তিনজন এবং ব্রিটেনের একজন নাগরিকও রয়েছে। ব্রিটিশ ওই নাগরিক নারী।

বিবিসি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.